মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জে ৩১ জুলাই সকালে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন, পুলিশ ও সাংবাদিক নোংরা পরিস্কারে মাঠে নমেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী অনুষ্ঠিত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে থানা ক্যাম্পাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিষদ চত্বরে বিশেষ বিশেষ স্থানে নোংরা পরিস্কার করে ডেঙ্গুর আবাসস্থল ধবংশ করা হয়। র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ডেঙ্গু মশা প্রতিরোধে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) জোবায়ের মোহাম্মদ সোয়াইব, পৌল মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ জাহাঙ্গীর কবির ও ওসি সাকিলা পারভিন।
বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আবেদ আলী সহ সাংবাদিক সরকারী/বেসরকারী কর্মকর্তা, সেচ্ছা সেবী সংগঠনের সেবক অংশ গ্রহন করেন।