নওগাঁ জেলা প্রতিনিধিঃ- নওগাঁর নবাগত জেলা প্রশাসক হারুন-অর-রশিদের সাথে আত্রাই উপজেলার সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি,বীরমুক্তিযোদ্ধা,সুশীলসমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছানাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন নবাগত নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশিদ। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান এবাদ, আত্রাই থানা তদন্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা তৌফিকুর রহমান, উপজেলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোমেন, উপজেলা সমবায় কর্মকর্তা নাজিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ কেএম কাওছার হোসেন বীর মুক্তি যোদ্ধা আকতার হোসেন, উপজেলা মডেল প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ আক্কাছ আলী, পাঁচুপুর ইউপি চেয়ারম্যান মোঃ আফছার আলী প্রামানিক, কালিকাপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নাজমূল হক নাদিম, আহসানগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সনৎ কুমার, আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিমুদ্দিন, আত্রাই উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আবু হেনা মোস্তফা কামাল বিশ^াস বুলু, আত্রাই মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোঃ ইমতিয়াজ হোসেন, আত্রাই ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর আলম দুলু প্রমূখ। এসময় সেখানে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,বীরমুক্তিযোদ্ধা,সুশীলসমাজ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।# মতবিনিময় সভার পূর্বে নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর- রশীদ আত্রাই থানা, উপজেলা ভ’মি অফিস, পাথাইলঝাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা নির্বাহী অফিস পরিদর্শন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক মতবিনিময় সভা করেন।