সাঁথিয়ার ভুলবাড়িয়ায় মশকনিধন ও পরিচ্ছন্নতা উদ্বোধন

সাঁথিয়া প্রতিনিধিঃ ‘নিজ আঙ্গিনা পরিস্কার রাখি- সবাই মিলে সুস্থ্য থাকি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভুলবাড়িয়া ইউনিয়ন পরিষদে র‌্যালী, আলোচনা সভা, মশকনিধন ও পরিচ্ছন্নতা উদ্বোধন করা হয়।
গতকাল রবিবার সকাল ১১টায় সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি আলহাজ আবু ইউনুসের নেতৃত্বে ও সচীব মোঃ চাঁদ আলীর পরিচালনায় ইউপি সদস্য/সদস্যা, ভুলবাঢ়িয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দের এক র‌্যালী বাজার প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকা থেকে ডেঙ্গু রোগ সারা দেশে ছড়ানোর বিষয়ে বিশেষ সতর্কতা ও ডেঙ্গু রোগ বহনকারী মশা বাড়ীর আশে পাশে ডোবানালায় বসবাস করে বংশ বিস্তার করে। ঝোপঝার পরিস্কার সম্পর্কে বিশেষ সচেতনতা করা। এছাড়াও দেশে ছেলে ধরা গুজবে কান না দিতে ছাত্র/ছাত্রীদের পরামর্শ দেয়া হয়। ছেলে ধরা গুজব কেউ ছড়ালে আইনের আওতায় আনা হবে বলে বক্তারা বলেন। এসময় বক্তব্য রাখেন ভুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি আলহাজ আবু ইউনুস, সচীব মোঃ চাঁদ আলী, উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডাঃ আঃ হান্নান, শিক্ষক আঃ করিম, ইমরান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক আঃ রাজ্জাক।