সারিয়াকান্দিতে বন্যায় ফসলী জমির ব্যাপক ক্ষতি

বগুড়ার সারিয়াকান্দিতে অতীতের সকল রেকর্ড ভেঙ্গে দিয়েছে যমুনা ও বাঙ্গালী নদীর পানি। এতে করে সাধারন মানুষের দূর্ভোগের পাশাপাশি জমিজমার ফসলেরও ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সারিয়াকান্দি উপজেলার কৃষক আব্দুর রহিম রাহেনূর ইসলাম স্বাধীন কে জানান, পঞ্চাশ শতাংশ জমিতে রোপন করা শসার ক্ষেত সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। এই ফসলগুলো তোলার আর কোন উপায় নেই।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, ফসলী ক্ষ্যাতের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার পানি নেমে গেলে পাওয়া যাবে না রোপন করার মতো বীজ। পানি নেমে যাওয়ার পর সরকার যদি তাদের পাশে দাঁড়ায়, তাহলে আবার ফসল রোপন করতে পারবেন তারা। এছাড়া অনেক পাট নদীর পানিতে ভেসে গেছে।