উন্নয়নের ধারাবাহিকতায় ঈশ্বরদীর কোন রাস্তাই কাঁচা থাকবে না শামসুর রহমান শরীফ এমপি।

‘উন্নয়নের ধারাবাহিকতায় ঈশ্বরদীতে কোন রাস্তাই কাঁচা থাকবে না।’ ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ এম.পি. রবিবার সকালে ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের তেঁতুলতলা হতে কদিমপাড়া পর্যন্ত ৭ কিলোমিটার ব্যাপী নবনির্মিত রাস্তার উদ্বোধন কালে একথা বলেছেন। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা তিল তিল করে এদেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন। বাংলার প্রতিটি পাড়া, মহল্লা, গ্রাম, ইউনিয়ন, চারদিকে শেখ হাসিনার উন্নয়ন ছড়িয়ে আছে। তিনি বলেন, মানুষ এখন না খেয়ে, না পড়ে থাকে না। প্রতিটি ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে। গৃহহীনরা ঘর পাচ্ছে। উন্নত চিকিৎসা সেবা পাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন সকলের মৌলিক অধিকার নিশ্চিত করার রাজনীতি করেন জননেত্রী শেখ হাসিনা। এসব কিছুরই অবদান জননেত্রী শেখ হাসিনা সরকারের।


বণ্যা পূর্নবাসন প্রকল্পের আওতায় নবনির্মিত এই রাস্তার উদ্বোধনকালে উপজেলা প্রকৌশলী এনামুল কবীর, উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, দাশুড়িয়া ইউপি’র চেয়ারম্যান বকুল সরদারসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ এসময় উপস্থিত ছিলেন।