বিশ্বনাথে পুলিশের মাইকিং

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ‘বাচ্চাধরা আতঙ্ক’ না থাকার জন্য পুলিশের পক্ষে মাইকিং করেছে।  (২২ জুলাই) সোমবার বিকেলে উপজেলা সদর ও পার্শ্ববর্তী এলাকায় বাচ্চাধরা আতঙ্কে না থাকার জন্য সচেতনতারক্ষায় এ মাইকিং করা হয়। মাইকিংয়ে একটি কুচক্রিমহল বাচ্চাধরা বলে গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মনে আতঙ্কিত করেছে এবং দুষ্কৃতিকারীরা তাদের ফায়দা হাসিল করার জন্য গুজব ছড়িয়েছে। এতে আতঙ্কিত না হয়ে নিজ নিজ এলাকায় কোথাও যদি কোন অপরিচিত বা বাচ্ছাধরা সন্দেহ হলে গণপিটুনি বা আইন নিজ হাতে না তুলে একে ধরে পুলিশের কাছে তুলে দিতে বলা হয়।এব্যাপারে বিশ্বনাথ থানা অফিসার ইনচার্জ বলেন, সারাদেশে বাচ্চাধরা আতঙ্কে জনজীবন বিপর্যস্থ। তাই পুলিশ সদর দপ্তররের নির্দেশ মোতাবেক গুজব ছড়ানো এবং গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন হবার জন্য আমরা এর প্রচার করছি।