তাড়াশে মাদকমুক্তকরতে শিক্ষার্থীদের সহযোগীতা চাইলেন – এ এস পি গোলাম রহমান

মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সহযোগীতা চাইলেন এ এস পি গোলাম রহমান। সোমবার বিকালে উপজেলার বারুহাস ইউনিয়নের বস্তুল কারিগরি বিদ্যালয়ে মাদকমুক্ত সমাজ গড়তে সকল শিক্ষার্থীদের সহযোগীতা চেয়ে মাদক নেশা,বাল্য বিবাহ,ইভটিজিং,নারী নির্যাতন বিষয়ে ক্লাস নেন তাড়াশ,উল্লাপাড়া এ এস পি সার্কেল গোলাম রহমান। তার ক্লাশে মাদক নেশা,বাল্য বিবাহ,ইভটিজিং,নারী নির্যাতনের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করে তিনি শিক্ষার্থীদের মাদক নেশা,বাল্য বিবাহ,ইভটিজিং থেকে বিরত থাকতে বলেন এবং যারা এ সকল কাজের সাথে জড়িত তাদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য (এ এস পি ) তার মোবাইল নম্বর ব্ল্যকবোডে লিখেদেন ।

সেই সাথে শিক্ষার্থীদের পরিবারের যদি কোন সদস্য মাদকের সাথে জড়িয়ে পরে তাহলে তাদের ফিরানোর চেষ্টার করতে বলেন। যদি মাদক না ছাড়ে তাহলে পুলিশ বা তার (এ এস পি ) গোলাম রহমান কে তথ্য দিতে অনুরোধ জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোক্তার হোমেন মুক্তা, বস্তুল কারিগরি বিদ্যালয়ের অধ্যক্ষ শাহিনুর রহমান শাহিন. উপজেলা প্রেসক্লাব তাড়াশ এর ভারপ্রাপ্ত সভাপতি মহসীন আলী, দৈনিক মানবকন্ঠের তাড়াশ প্রতিনিধি সোহেল রানা সোহাগ ও বস্তুল কারিগরি বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।