বাগাতিপাড়ায় নার্সিং ও মিডওয়াইফারি কর্মকর্তাদের মানববন্ধন

মহাপরিচালকের পদত্যাগ ও সব পদে নার্সদের পদায়নের দাবি

নাটোর প্রতিনিধি
নার্সদের নিয়ে কটুক্তি করায় অধিদফতরের মহাপরিচালক মাকসূরা নূরের পদত্যাগ ও সকল পদে নার্সদের পদায়নের দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় মানববন্ধন কর্মসূচী পালন করেছেন নার্সিং ও মিডওয়াইফারি কর্মকর্তারা। শনিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তারা এই কর্মসূচী পালন করেন। মানববন্ধনে বক্তব্য দেন নার্সিং সুপারভাইজার হাবিবা খাতুন, সিনিয়র স্টাফ নার্স শাহানাজ পারভীন, হেলেনা খাতুন, শাপলা খাতুন, সানজিদা খাতুন, মিডওয়াইফ আকলিমা খাতুন প্রমুখ। বক্তারা বলেন, সম্প্রতি নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক মাকসূরা নূর নার্সদের নিয়ে জঘন্য কটুক্তি করায় দ্রুত সময়ের মধ্যে মহাপরিচালক মাকসূরা নূরের পদত্যাগের দাবি করেছেন। একই সাথে মহাপরিচালকসহ অধিদফতরের সব পদে নার্সদের পদায়নের দাবি করেছেন। এতে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ২৯ জন নার্স ও মিডওয়াইফারি কর্মকর্তারা অংশ নেন।