সর্প দংশনে একজনের মৃত্যু বেড়ার চরাঞ্চলে সাপ আতঙ্ক

// ওসমান গনি, বেড়া, পাবনা ঃ
পাবানা বেড়া উপজেলার চরাঞ্চল চরবাড়িয়াপাড়া, চরপেচাকোলা, চরসাঁড়াশিয়া, চরনাকালিয়া, চর কল্যাণপুরসহ বিভিন্ন এলাকায় ইদানিং বিষধর সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। পেচাকোলা নতুন চরের মজনু শেখ, আমির শেখ চরসাঁড়াশিয়া গ্রামের সাত্তার বেপারী, বাড়িয়াপাড়া গ্রামের ইব্রাহিম মোল্লাসহ অনেকেই জানান বন-জঙ্গলে ঘেরা
অধিকাংশ চরাঞ্চলে বিষধর সাপের উপদ্রবে কৃষকেরা খেতে-খামারে কাজ করতে গিয়ে সাপ আতঙ্কে ভুগছে বলে এসব অঞ্চলের লোকজন জানিয়েছেন।
চড়বাড়িয়াপাড়ার স্থানীয় লোকজন জানান, গত ১৭ আগস্ট উক্ত গ্রামের আফজাল প্রামাণিকের ছেলে দুধ ব্যবসায়ী স্বপন প্রামাণিক (৪২) সকালবেলা চরগোবিন্দপুর মৌজায় ঘাস কাটতে গেলে বিষধর গোখরা সাপ তার পায়ে দংশন করে। আত্মীয়-স্বজনরা ২ ঘন্টার নদী পথ পাড়ি দিয়ে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই স্বপন
মুত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় ওই এলাকায় মানষ জনের মধ্যে সাপ আতঙ্ক বিরাজ করছে।