হরিপুরে কীটনাশক দিয়ে কৃষকের ধান ক্ষেত নিধন

// হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের বকুয়া এলাকায় কৃষক তৌহিদুল ইসলাম তুষারের এক একর ধান ক্ষেতে কীটনাশক (বিষ) দিয়ে নিধনের করার  করেছে দূষ্কৃতকারীগন।

সরেজমিন গিয়ে জানা যায়, কৃষক তৌহিদুল ইসলাম তুষারের এক একর (১০০)  শতক পরিমাণ জমি মোতালেবপাড়ায় দীর্ঘদিন যাবৎ ভোগদখলে রয়েছে এবং সেখানে বর্তমানে আমন ধান রোপণ করা হয়েছে। কীটনাশক ব্যবহার করার জন্য ধান ক্ষেতটি নষ্ট হয়ে গেছে। 

কৃষক তৌহিদুল ইসলাম তুষার জানান, একই এলাকার সামিরুল, সাইহিরুল, কালুসহ আরও কয়েকজন ব্যক্তি ধান ধংস করার কথা বলে দীর্ঘ  দিন ধরে আমাকে হুমকি দেয় এবং তারা আওয়ামীলীগের ছত্রছায়া আশ্রয় নিয়ে আমার পরিবারকেও হুমকি দেয়। 

আমি রাজনৈতিক কারণে তাদেরকে কিছু বলার সাহসও পাইনি।  শুধু আমাকে হয়রানি করে আসছে দীর্ঘদিন যাবত। আমি আইনের মাধ্যমে তাদের শান্তি চাই। 

এবিষয়ে বকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বলেন, আমি ঘটনা শুনেছি তবে সরেজমিন যাব, অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।