ঈশ্বরদীতে সাবেক এমপি-মেয়রসহ ৭১ জনের বিরুদ্ধে মামলা

// ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর গুলি ও বোমাবর্ষণের অভিযোগে পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গালিবুর রহমান শরীফকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭১ নেতাকর্মীকে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) পৌর শহরের পশ্চিমটেংরী এলাকার নজরুল ইসলাম নামের এক ব্যক্তি মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম।

মামলার অন্যতম আসামিরা হলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক রানা সরদার, পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু ও উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে নজরুল ইসলাম নামের একজন বাদী হয়ে ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অনেককেই আসামি করে লিখিত অভিযোগ দেন।