আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র উদ্ধার

// গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
সেনাবাহিনীর অভিযানে আব্দুস সালাম মোল্লা নামের এক আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় রসুন হাটে অভিযান চালানো হয়।
সেনাবাহিনীর গুরুদাসপুর ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. এরশাদ আলম বলেন, স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের ওই নেতার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩টি হাসুয়া, ১টি চাপাতি, ১টি চাকু, ২টি হাতুরীসহ লাঠিসোটা উদ্ধার করা হয়েছে।
আব্দুস সালাম মোল্লা গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্বে আছেন।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকারসহ স্থানীয় ব্যবসায়ীরা জানান, দলীয় প্রভাবে প্রায় ১৫ বছর ধরে নন্দকুঁজা নদীর জায়গা দখল করে সেখানে রসুনের আড়ৎ নির্মাণ করেছিলেন আওয়ামী লীগ নেতা সালাম মোল্লা। ওই আড়তেই ছিল দেশীয় অস্ত্র। সেখানে প্রায়ই বিভিন্নজনকে নির্যাতন করে অর্থ আদায় করা হতো।
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম মোল্লা অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, ওই ব্যবসা প্রতিষ্ঠানটি তার ছিল। কয়েকদিন আগে সেটি দখল করে নেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। বিএনপির লোকজন পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করছে।
গুরুদাসপুরের সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম বলেন, অস্ত্র উদ্ধার হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।#