// চাটমোহর (পাবনা) প্রতিনিধি
আট দফা দাবী আদায়ে রবিবার (১১ আগস্ট) পাবনার চাটমোহরে সচেতন সনাতনী সমাজের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেল চারটায় চাটমোহর পৌর সদরের দোলবেদীতলায় বিক্ষোভপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে গিড়িশ চন্দ্র, তাপস রঞ্জন তলাপাত্র, অলোক কুমার কুন্ডু কুন্ডু, বাধন, পরমানন্দ শীল, সুমিত কর্মকার, প্রসাদ কুন্ডু, অশোক চক্রবর্ত্তী, জয়দেব কুন্ডু, প্রবীর দত্ত চৈতন্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সৈকত, আলমগীর মোহাম্মদ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নির্যাতনের নিন্দা, দ্রæত সময়ের মধ্যে দোষীদের শাস্তি, ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ, পুনর্বাসনসহ আট দফা দাবী বাস্তবায়নের দাবী জানান।
সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। দোলবেদীতলা থেকে শুরু হওয়া মিছিলটি চাটমোহর থানা বাজারসহ পৌর সদরের প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।