রাজশাহীতে ১১দফা দাবিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মবিরতি


নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে ১১ দফা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গতকাল রোববার (১১ আগস্ট) বেলা ১২টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা রেল ভবন প্রাঙ্গনে আসে। এসময় আরএনবি সদস্যরা তাদের ১১দফা দাবির প্রেক্ষিতে বিভিন্ন স্লোগান দেয়। তাদের দাবি,প্রতিদিন আট ঘণ্টার বেশি দায়িত্ব পালন করানো হলে অতিরিক্ত কর্মঘণ্টার জন্য দ্বিগুণ হারে ওভার টাইম বা অধিকাল ভাতা দিতে হবে, তিন বছর পরপর শূন্য পদে নিয়মিত পদোন্নতি দিতে হবে, আরএনবির মাঠ পর্যায়ের ‘চেইন অব কমান্ড’ কোনো সিভিল কর্মকর্তার হাতে রাখা যাবে না এবং সর্বপরি তাদের বেতন-বৈষম্য দ্রুত সময়ের মধ্যে দূর করতে হবে। এরপর, স্লোগান শেষে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যাবস্থাপক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি গ্রহণ শেষে মহাব্যাবস্থাপক আন্দোলনরত সদস্যদের উদ্দেশ্যে তাদের দাবি পূরনের আশ্বাস প্রদান করেন।#