চাটমোহর (পাবনা) প্রতিনিধি
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবীতে চলমান আন্দোলন ছড়িয়ে পরছে পাবনার চাটমোহরেও। গত মঙ্গলবারের সংঘাত সংঘর্ষে ছয় জন নিহত হওয়ার পর বৃহস্পতিবার (১৮ জুলাই) এই প্রথম কোটা সংস্কারের দাবীতে মাঠে নামলো চাটমোহরের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষের দিকে ছাত্রদলের দুএকজন নেতাকেও এ বিক্ষোভ মিছিলে অংশ নিতে দেখা যায়।
সকাল ১১ টার দিকে পৌর সদরের ছোট শালিখা মহল্লার হাসানুজ্জামান সবুজের নের্তৃত্বে ভাদুনগর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এসময় বিক্ষোভকারীদের হাতে লাঠিসোটাও দেখা যায়। বিক্ষোভ মিছিলটি ভাদুনগর থেকে নতুন বাজার-জার্দিস মোড়-খেয়াঘাট-বালুচর মাঠ-শাহী মসজিদ মোড় হয়ে ফের নতুন বাজার এলাকায় গিয়ে শেষ হয়। শাকিব, জনি, রতন, লিখনসহ প্রায় ৬০ থেকে ৭০ জন এ বিক্ষোভ মিছিলে অংশ নেয়। মিছিলটি শেষ করে মিছিলকারীরা যখন নতুন বাজার এলাকায় পৌছে তখন সেখানে পুলিশের একটি গাড়ি দাড়িয়ে থাকতে দেখা যায়।
এ ব্যাপারে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করেছে। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওনা যায়নি। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে