// নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে আলহাজ্ব ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে ‘এসআরপি শিক্ষাবৃত্তি’ পেলো উপজেলার ৪৬৪ জন শিক্ষার্থী। রোববার সকালে উপজেলার বনপাড়া কালিকাপুরস্থ এস.আর পাটোয়ারী এডুকেয়ার ইনস্টিটিউট প্রাঙ্গনে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তিপ্রাপ্ত অর্থ ও সনদ বিতরণ করেন। একই অনুষ্ঠানে শিক্ষা ও সমাজ সেবায় অন্যন্য অবদান রাখার জন্য স্থানীয় ১০ জন গুণী ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করে সংগঠনটি।
ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. হোসনে আরা হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তি ও গুণীজন সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী ও সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বনপাড়া পৌর যুবলীগের সভাপতি জাকির হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, প্রবীণ আ’লীগ নেতা আব্দুস সোবাহান প্রামানিক ও অন্যদের মধ্যে স্থানীয় আ’লীগের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।