// আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা সদর ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ২ কোটি, ৩লাখ, ১৩ হাজার, ১০০ টাকার প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার (২৯ মে) দুপুরে ইউপি ভবনে এ বাজেট ঘোষণা করেন ইউপি সচিব সোহেল রানা। বাজেট উপলক্ষে আদমদীঘি সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য হারুনুর রশিদ, ফজলুল হক, হেলাল উদ্দিন, শামছুন নাহার, এনামুল হক শাহাসগ গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় ধরা হয় ২ কোটি, ৩ লাখ, ১৩ হাজার ১০০ টাকা। বিভিন্ন খাতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি, ১ লাক্ষ, ১৫২ টাকা এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ২ লাক্ষ, ১৩হাজার টাকা।