ইবিতে কর্মচারীদের মানববন্ধন 

// রানা আহম্মেদ অভি, ইবি।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) তিন দফা দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা । রবিবার (১৯ মে) সকাল সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনে প্রধান উপদেষ্টা আতিয়ার রহমানের উপস্থিতিতে এ মানববন্ধন করা হয়। 

এসময় নবম পে স্কেল চালু, সর্বজনীন পেনশন ও অভিন্ন নীতিমালা বাতিলের দাবি জানান তারা। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সদস্য আব্রাহাম লিংকন, সহায়ক কর্মচারী সমিতির সভাপতি রঞ্জু আহমেদ, সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতির সভাপতি মোঃ মোফাজ্জেল হোসেন লাল এবং সাধারণ কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামালসহ প্রায় অর্ধশত কর্মচারীরা।

এ বিষয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনে প্রধান উপদেষ্টা আতিয়ার রহমানের বলেন, “আমরা নবম পে স্কিল চালু, সর্বজনীন পেনশন ও অভিন্ন নীতিমালা বাতিলের দাবি জানাচ্ছি। সরকারের উচ্চমহল বিষয়টি দেখবেন বলে আমরা প্রত্যাশা করছি।