আদমদীঘিতে জোড়পূর্বক জমির ধান কেটে নেয়ার চেষ্টার অভিযোগ

// আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে আলিম উদ্দিন নামের এক কৃষকের দখলীয় জমির ইরিবোরো পাকা ধান প্রতিপক্ষরা কেটে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। গত ৪ মে সকালে আদমদীঘি উপজেলার ঝাখইর মৌজায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আদমদীঘি উপজেলার বিহিগ্রাম বাপিহারপাড়ার আব্দুল আলিম বাদি হয়ে একই গ্রামের আব্দুল মান্নান, আব্দুল বারিসহ চারজনের বিরুদ্ধে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রতিপক্ষের ধান কেটে নেয়ার চেষ্টা বন্ধ করে দিয়েছেন।
আদমদীঘি থানায় দায়ের করা বাদির লিখিত অভিযোগে জানাযায়, বিহিগ্রাম বাপিহারপাড়ার আব্দুল আলিমের ঝাকইর মৌজার নিজ দখলীয় ২৪ শতক জমিতে হালচাষ করে ইরিবোরা ধান লাগান। বর্তমানে ধান গুলো পেকে কাটা উপযুক্ত হয়েছে। গত ৪ মে সকালে প্রতিপক্ষরা ওই জমির পাকা ধান জোড়পূর্বক কাটার চেষ্টা করে। এসময় বাদি আব্দুল আলিম বাঁধা দিলে প্রতিপক্ষরা তাকে গালিগালাজ ও মারধরের চেষ্টা করে। এসময় বাদির চিৎকারে পাশের লোকজন এগিয়ে এলে প্রতিপক্ষরা ভয়ভীতি ও হুমকি দেয়। পরে নিরুপায় হয়ে আব্দুল আলিম থানার আশ্রয় নিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধান কেটে নেয়ার চেষ্টা বন্ধ করে উভয়কে তাদের কাগজপত্র নিয়ে বৈঠকে বসার তাগিদ দেন। স্থানীয়রা জানায়. ওই জমি নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ চলায় এ ঘটনা ঘটে। এদিকে ওই জমির ধান কাটা নিয়ে দুটি পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। অদ্যবধি কোন বৈঠক বা সুরাহা হয়নি। ফলে যে কোন সময় বড় ধরণের সংঘাত হতে পারে বলে আশংকা করছেন গ্রামবাসিরা।