সাঁথিয়ায় বাল্য বিয়ের দেয়ায় কাজিসহ গ্রেপ্তার-২

// সাঁথিয়া (পাবনা)  প্রতিনিধিঃ

পাবনার সাঁথিয়ায় জন্ম সনদ জাল করে বাল্য  বিয়ে দেয়ায় আার আতাইকুলা ইউনিয়ন কাজিসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো ওই ইউনিয়নের কাজি হাসিবুর রহমান রুমি ও ববুল কালাম। 

থানা সুত্রে জানা যায়, পাবনা সদর থানার তেলীগ্রামের ওসমান গনির ১৫ বছরের নাবালিকা মেয়ের জন্ম সনদ জাল করে আর আতাইকুলা ইউপির কাজি  রঘুনাথপুর গ্রামের ইয়াছিন হাজির ছেলে হাসিবুর রহমান রুমি কাজী সাঁথিয়া উপজেলার তেলকপি গ্রামের আবুল কালামের প্রবাসী ছেলে মিরাজের সাথে বিয়ে দেন।  এ ঘটনায় ওসমান গনি বাদী হয়ে ৪ জন নামীয়সহ অজ্ঞাতকয়েক জনের নামে আতাইকুলা থানায়  মামলা করেন। যার নং ১। পুলিশ পরদিন রুমি কাজি ও বরের বাবা আবুল কালামকে আটক করে গতকাল শুক্রবার আদালতে প্ররন করে।   

 আতাইকুলা থানার ওসি মিজানুর রহমান জানান, ভূয়া জন্ম সনদ তৈরী করে বাল্য বিয়ে দেয়ায় কাজিকে ও সহযোগিতার জন্য বরের পিতাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। বর সিরাজসহ অন্যদের আটকের চেষ্টা চলছে।