// চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরের আঞ্চলিক সাংস্কৃতিক সংঘ সাড়ম্বরে বাংলা নতুন বছরকে সাদরে বরণ করেছে। পহেলা বৈশাখ রবিবার এ উপলক্ষ্যে উপজেলার আনকুটিয়া গ্রামে র্যালী, পানতা ভাত খাওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ টেলিভিশনের শিল্পী বজলুল হক সুসানের সভাপতিত্বে বাংলা বর্ষ বরণ অনুষ্ঠানে গ্রাম বাংলার পরিচিত খেয়াজাল, কোদাল, মাথাল, টোপা, শর্পেশসহ অন্যান্য উপকরণ র্যালীতে যোগ করে বাড়তি মাত্রা। পরে অনুষ্ঠিত হয় পানতা ভাত খাওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ অনুষ্ঠানে ডিবিগ্রাম ইউপি চেয়ারম্যান শামীম হোসাইন, গীতিকার ইশারত আলী, গীতিকার ইকবাল কবীর রনজু, গীতিকার মোহাইমিনুল হালিম, দেওয়ান সাহবুবুর রহমান চন্দন, সহকারি অধ্যাপক নুর মোহাম্মদ বেনজীর, এম এ আলীম আবদুল্লাহ, ইউপি সদস্য নুরুল ইসলাম, দিরাজুল ইসলাম, ডাঃ ফারুক হোসেন, এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম, শেখ মশিউর রহমান রতন, হুমায়ুন খাঁন, এনামুল হক, তুষার, চপলা, সঞ্চারী প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বৈশাখকে স্বাগত জানাতে “এসো হে বৈশাখ এসো এসো” সহ বৈশাখের গান পরিবেশন করেন সংঘটির শিল্পীরা।