// লালপুর (নাটোর) প্রতিনিধি।।
লালপুরে ছায়া প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের দেড় শতাধিক বিশেষ চাহিদা সম্পূর্ন শিক্ষার্থীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ এপ্রিল-২০২৪) সকালে ছায়া প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গনে আমেরিকা প্রবাসী আব্দুল মালেক মিন্টুর অর্থায়নে বিশেষ চাহিদা সম্পন্ন ১৫০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে চাউল, আটা, সেমাই, চিনি, তেল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সিমানুর রহমানের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আকতার, বিশেষ অতিথি ছিলেন লালপুর থানার অফিসার ইনচার্জ নাছিম আহমেদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহফুজুর রহমান, বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ মাস্টার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, মৃধা ফাউন্ডেশন এর চেয়ারম্যান সুমি খাতুন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইসমাইল হোসেন, আসলাম আলী, লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ কে আজাদ সেন্টু, সাংবাদিক মাজহারুল ইসলাম তিব্বত, বিশেষ চাহিদা সম্পূর্ন শিক্ষার্থীদের অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সহ বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।