ঈদ উপলক্ষে বেড়ায় ভিজিএফের চাল বরাদ্দ

// ওসমান গনি,বেড়া (পাবনা)
২০২৩-২৪ অর্থবছরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনার বেড়া উপজেলার নয়টি ইউনিয়ন ৩০ হাজার ৪৯ জন অতি দরিদ্র ব্যক্তি ও পরিবারের মধ্যে ১০ কেজি করে মোট ৩০১.২৯ মেট্রিক টন চাল(খাদ্য শস্য) বরাদ্দ দেওয়া হয়েছে।বেড়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, আগামী দুই তিনদিনের মধ্যে বরাদ্দকৃত খাদ্য শস্য উত্তোলন ও বিতরণ নিশ্চিত করতে নির্দেশনা রয়েছে।হাটুরিয়া – নাকালিয়া ইউনিয়নের কার্ডের পরিমাণ ৪৯৭১,নতুন ভারেঙ্গা ইউনিয়নের কার্ডের পরিমাণ ২৯৫০,কৈটোলা ইউনিয়নে ২০২০,চাকলা ইউনিয়নে ২১৯৬,পুরান ভারেঙ্গা ইউনিয়নে ১৭৯৬,জাতসাখিনী ইউনিয়নে৭৬০০,রূপপুর ইউনিয়নে ২৬৫৪,মাসুমদিয়া ইউনিয়নে ৩২৬২,ঢালার চর ইউনিয়নে২৬০০টি কার্ডের মোট খাদ্য শস্যের পরিমাণ ৩০১.২৯ মেট্রিক টন বরাদ্দ হয়েছে। হাটুরিয়া- নাকালিয়া ইউপি সচিব সাইফুল ইসলাম জানান, আগামী রোববার থেকে তাঁদের ইউনিয়নে এ কার্যক্রম শুরু হবে।#