নাটোরে ভোক্তা অধিকারের অভিযানে তিনটি দোকানকে জরিমানা

// নাটোর প্রতিনিধি
নাটোরে ভোক্তা অধিকারের অভিযানে তিনটি দোকানকে জরিমানা করা হয়েছে । আজ ১৪ মার্চ বৃহ¯পতিবার দুপুরে নাটোর শহরের নিচাবাজার এলাকার সোহাগ ফলঘর রিফাত স্টোর এবং খান স্টোরকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান , রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভেজাল প্রতিরোধে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে আজ ১৪ মার্চ বৃহ¯পতিবার দুপুরে নাটোর শহরের নিচাবাজার এলাকায় সোহাগ ফল ঘরকে মেয়াদ উত্তীর্ণ ফল রাখার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়। রিফাত স্টোর এবং খান স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য রাখায় যথাক্রমে ১০ হাজার এবং ২ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানে ক্রেতাদের স্বস্তি প্রকাশ করতে দেখা যায়। ক্রেতাদের দাবি অভিযান প্রতিদিন চালালে কিছুটা হলেও বাজারে স্বস্তি মিলবে।