বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
বড়াইগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। বৃহস্পতিবার ইউএনও মো. আবু রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি। মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আতাউর রহমান আতা, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব, সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমীর হামজা, কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, ইন্সপেক্টর (তদন্ত) সরল মুুরমু বক্তব্য রাখেন। এর আগে সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বনপাড়া বাইপাস থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।