// পাবনা প্রতিনিধি : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রোটারিয়ান প্রভাষ চন্দ্র ভদ্র সভাপতি এবং বিশ্বজিৎ কুমার ঘোষ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১১ টায় জেলা পাবনা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন। উদ্বোধন শেষে শ্রীমতি ডলি রানী সরকারের গীতা পাঠের মাধ্যদিয়ে সম্মেলনের অনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি শ্রী অজয় কুমার দাস।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।
অধ্যাপক কোমল চন্দ্র দাস এর পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, লতিফ গ্রুপের চেয়্যারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. শ্যামল কুমার রায়, অঙ্কুর জিত সাহা নব, সাংগঠনিক সম্পাদক শ্রী রমেণ মন্ডল, সদস্য শ্রী হিরোক গুণ, সদস্য প্রভাস চন্দ্র ভদ্র, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক বিজয় ভুষন রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা শ্রী চন্দন কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক বিনয় জ্যোতি কুন্ডু, প্রদীপ কুমার সাহা সহ নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সকলের সর্বসম্মতি ক্রমে রোটারিয়ান প্রভাষ চন্দ্র ভদ্র সভাপতি এবং বিশ্বজিৎ কুমার ঘোষ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে জেলার সকল উপজেলা থেকে সনাতন ধর্মাবলম্বির আগমনে জেলা শিল্পকলা একাডেমী কানায় কানায় পরিপুর্ণ হয়ে উঠেন।
সম্মেলনে বক্তারা শান্তি, ঐক্য এবং উন্নয়নে অবিচল থাকার আহবান জানান।