// সঞ্জু রায়, বগুড়া:
বগুড়ার গাবতলী উপজেলায় মায়ের সঙ্গে অন্য নারীর ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারী ও তার দুই মেয়েকে আটক করেছে পুলিশ।
নিহত ২৫ বছরের শাওন মন্ডল হামিদপুর গ্রামের মিঠু মন্ডলের ছেলে। পেশায় অটোরিকশাচালক ছিলেন তিনি।
রবিবার সকালে উপজেলার নারুয়ামালা ইউনিয়নের হামিদপুর মন্ডল পাড়ায় এ ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
পরিবারের সদস্যদের বরাতে তিনি জানান, হামিদপুর গ্রামের এক নারীর সঙ্গে প্রতিবেশী আমজাদ হোসেনের ‘বিয়েবহির্ভূত সম্পর্ক’ রয়েছে- এমন বিষয় নিয়ে আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে শাওনের মায়ের সঙ্গে আমজাদ হোসেনের স্ত্রীর ঝগড়া শুরু হয়। আমজাদও সেখানে ছিলেন। খবর পেয়ে অটোরিকশা চালক শাওন বাড়িতে ঝগড়া থামাতে যান। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে আমজাদ ছুরি দিয়ে শাওনের বুকে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর আমজাদ পালিয়ে গেছে জানিয়ে ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আমজাদের স্ত্রী ফাতেমা বেগমসহ তার দুই মেয়েকে হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আমজাদকে ধরতে চেষ্টা চলছে।’