কমলগঞ্জে চাকুরীজীবি‘র স্ত্রীকে- যৌন হয়রানী ঃ প্রতিবাদ করায় প্রাণে হত্যার চেষ্টা

// মশাহিদ আহমদ, মৌলভীবাজার : কমলগঞ্জ উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি (নতুন বাজার)-এলাকায় ২সন্তানের জননী ও সরকারি চাকুরীজীবি‘র স্ত্রী আমেনা আক্তার-কে যৌন হয়রানী করার অভিযোগ উঠেছে প্রতিবেশী শেখ মেরাজ আলী (৩২)-এর বিরুদ্ধে। প্রতিবাদ করায় চায়নিজ কুড়াল দিয়ে ঐ গৃহবধুর ডান হাতের তর্জনী আঙ্গুল ও ডান হাতের তালু কেটে রক্তাক্ত করা হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশে, এ ঘটনায় শেখ মেরাজ আলী (৩২) ও তার পিতা- আকবর আলী (৫৩)-কে আসামী করে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার সুত্রে জানা গেছে- গত ৫ ফেব্রুয়ারী ঘরের পাশে সরকারি টিউবওয়েল থেকে পানি আনতে যান ঐ গৃহবধু। এ সময় প্রতিবেশী শেখ মেরাজ আলী প্রতিবারের ন্যায় তাকে দেখে খারাপ অঙ্গভঙ্গি করতে থাকেন এবং পূর্বের ন্যায় কুপ্রস্তাব দেন। এ সময় তিনি প্রতিবাদ করলে মেরাজ আলী‘র দোকানে রক্ষিত চাইনিজ কুড়াল দিয়ে আমেনা-কে কুপাতে থাকে। অভিযোগ উঠেছে- হামলায় অংশ গ্রহন করেন- মেরাজ আলী‘র পিতা- আকবর আলী। এ সময় হাল্লা চিৎকার শুনে গৃহবধুর শশুর ও অন্যান্য প্রতিবেশী এগিয়ে আসলে তাদের উপর ও হামলা করেন। এ ব্যপারে জানতে চাইলে সরকারী চাকুরীজীবির স্ত্রী ভুক্তভোগী আমিনা বিবি ওরফে আমেনা আক্তার, সবর আলী, হেকিম মিয়া, রুমান মিয়া, আছদ মিয়া, কালাম মিয়া,আফতাব মিয়া, সালাউদ্দিন ওরফে মওলা, সায়রা বিবিসহ রাজকান্দি (নতুন বাজার)- এর প্রায় শতাধিক লোকজন জানান- শেখ মেরাজ আলী ও তার পিতা আকবর আলী এলাকার দুষ্ট লোক হিসাবে পরিচিত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মাছ ব্যবসায়ী, পান ব্যবসায়ীসহ লোকজন তাদের যন্তনায় অতিষ্ট। স্থানীয় এলাকাবাসী এ ঘটনায় নিন্দা জানান এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।