// সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলার বোয়াইলমারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা/২৪ অনুষ্ঠিত হয়। গতকাল ১২ ফেব্রুয়ারী সোমবার বিদ্যালয় মাঠে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সার্বিক তত্বাবধায়নে সকাল ৮টায় শিক্ষক মন্ডলী ও অতিথিবৃন্দ জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও ক্রিড়া পতাকা উত্তোলন করে প্রতিযোগিতার উদ্বোধন করেন। দিন ব্যাপী ক্রিড়ায় ছাত্রছাত্রীদের ১৩ ইভেন্টে ৩৩ প্রতিযোগিতা হয়। ক্রিড়া প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ নুর মোহাম্মদ এর সভাপতিত্বে বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থীত ছিলেন উপজেলা আ,লীগ সভাপতি হাসান আলী খান, মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ কাদের বিশ্বাস, সাঁথিয়া থাসার ওসি আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলা, ভুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মুর্শিয়া খাতুন,
অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন, অবসর প্রাপ্ত সহকারি শিক্ষক একেএম রেজাউল করিম, শ্রী গোপাল, সাংবাদিক আবু ইসহাক, প্রাথমিক বিদ্যলের প্রধান শিক্ষক রওশন আলম ফরিদ, ম্যানেজিং কমিটির সদস্য মনিরুল ইসলাম, আঃ ছাত্তার প্রমুখ। বিদ্যালয়ের সহকারি শিক্ষক সরোয়ার হোসেনের পরিচালনায় ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দসহ শিক্ষক মন্ডলি ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।