// ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
রাশিয়ার সেন্ট পীটার্সবার্গ শহরের বাল্টিক শীপইয়ার্ডে নতুন একটি আইসব্রেকারের নির্মান কাজ শুরু হয়েছে। বিশ্বের অন্যতম ক্ষমতাশালী আইসব্রেকার সিরিজ ২২২২০ এর অন্তর্ভূক্ত পঞ্চম এই আইসব্রেকারটির নাম রাখা হয়েছে ‘লেনিনগ্রাদ’। নর্থ সী-রুটে মালামাল পরিবহণে আইসব্রেকারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রসাটমের গণমাধ্যম প্রেরীত এক প্রেসবিজ্ঞপ্তিতে নতুন আইসব্রেকারের নির্মান কাজ শুরুর খবর জানানো হয়েছে।
রুশ রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ জানান, “অদূর ভবিষ্যতে অনেক গুলো উন্নত মানের আইসব্রেকারের প্রয়োজন হবে। আর্কটিক অঞ্চলের জাহাজ নির্মান শিল্প রাশিয়ার জন্য কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ সেক্টর হয়ে উঠছে। রসাটম এখান থেকে শুধু জাহাজই সংগ্রহ করছে না, বরং এই গুরুত্বপূর্ণ কাজে সরাসরি সম্পৃক্ত আছে”।