নাটোরের লালপুরে রাস্তার পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

// নাটোর প্রতিনিধি-নাটোরের লালপুরে লাবু হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ওই যুবককে হত্যার পর তার মরদেহ রাস্তার পাশে ফেলে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে। এ সময় তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন দেখতে পায় স্থানীয়রা। বুধবার সকালে উপজেলার আড়বাব গ্রামের রাস্তার পাশে নিহতের মরদেহটি পাওয়া যায়। নিহত লাবু হোসেন রাজশাহী জেলার বাঘা উপজেলার দীঘা গ্রামের হযরত আলীর ছেলে।
এলাকাবাসী ও স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সকালে আড়বাব গ্রামের বজলুর রহমানের বাড়ির কাছে রাস্তায় পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরনে কালো টি-শার্ট, সোয়েটার ও জিনসের প্যান্ট ছিল।

নিহত যুবকের নাকের নিচে ও কপালে ক্ষত বা আঘাতের চিহ্ন ছিল। এতে স্থানীয়দের ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হতে পারে।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ সকালে ঘটনাস্থলে গিয়ে লাবলু নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ উদ্ঘাটন চেষ্টা চলছে। পাশাপাশি ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এটা হত্যা না অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।