নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর শতভাগ বিদ্যুতায়ন সম্পুর্ন

//নাটোর প্রতিনিধি

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গ্রাহক পর্যায়ে শতভাগ বিদ্যুতায়ন কাজ স¤পন্ন হয়েছে। শনিবার(২৭ জানুয়ারি) বেলা ১১টায়। নাটোর ফুলবাগান সদর দপ্তরে এ বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত হয়।সভায় জানানো হয়, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ দেশের অন্যতম প্রাচীন সমিতি। ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থেকে নাটোর ও রাজশাহী জেলার ছয়টি উপজেলায় ৭ হাজার ১৪১ কিলোমিটার বৈদ্যুতিক সঞ্চালন লাইন নির্মাণ করে বিভিন্ন শ্রেণীর ৫ লাখ তিন হাজার ৮৪৮ গ্রাহককে বিদ্যুৎ সুবিধা প্রদান করেছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করতে সঞ্চালন লাইনের মান উন্নয়নসহ কার্যকর সকল পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি মোঃ গোলাম মওলার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সমিতির মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ এমদাদুল হক, সমিতির পরিচালক ইসমে আরা রাওমান ও মোঃ আতাউর রহমান, সমিতির কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান প্রমুখ।
বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে সমিতি প্রাঙ্গনে বিভিন্ন বৈদ্যুতিক কার্যক্রমের স্টল প্রদর্শিত হয়।