// স্টাফ রিপোর্টার:
দেশজুড়ে বইছে তীব্র শৈত্যপ্রবাহ যাতে চরম বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন যেখানে উত্তরের জেলা বগুড়াও এর ব্যতিক্রম নয়। এরই মাঝে শীতবস্ত্র নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বগুড়া ইয়ূথ ফোরাম।
শুক্রবার বিকেলে বগুড়া সদরের নারুলী এলাকায় পরম মমতায় সংগঠনের পক্ষে অর্ধশতাধিক শীতার্ত মানুষের হাতে ভালো মানের কম্বল তুলে দেন বগুড়া ইয়ূথ ফোরামের সভাপতি ও দেশ টিভির বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়। এসময় তিনি বলেন, বগুড়াসহ সারা দেশেই এবছর বিগত বছরগুলোর তুলনায় বেশি শীত পড়েছে। উত্তরের হিমেল হাওয়ায় শীতার্ত মানুষেরা বেশ কষ্টেই রয়েছে। এরই মাঝে মানবতার বার্তা সকলের মাঝে ছড়িয়ে দিতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের হাত ধরে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। এসময় তিনি সামর্থ্যবান সকলকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে উদ্বার্ত আহ্বান জানান।
বগুড়া ইয়ূথ ফোরামের সাধারণ সম্পাদক ইফতেখার রহমান জয়ের সার্বিক ব্যবস্থাপনায় এসময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন ইয়ূথ লিডার রাজ রনি, মেহেদী হাসান মিম, সোহেল, মারুফ প্রমুখ। উল্লেখ্য, বগুড়া এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের হাত ধরে ২০১৫ সাল থেকে যুব নেতৃত্ব বিকাশ ও শিশু অধিকার প্রতিষ্ঠায় বগুড়া ইয়ূথ ফোরাম কাজ করে যাচ্ছে। বাল্যবিবাহ প্রতিরোধ, ঝরে পড়া শিশুদের স্কুলগামী করা, এলাকাভিত্তিক ক্যাম্পেইন এর মাধ্যমে সচেতনতা সৃষ্টি, বৃক্ষরোপণ কর্মসূচিসহ নানাবিধ সামাজিক কর্মকাণ্ড করে আসছে সংগঠনটি।