ঈশ্বরদীতে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯.৮ ডিগ্রি

// ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসে পাবনার ঈশ্বরদীতে শীত জেঁকে বসেছে। শীতের তীব্রতায় কাবু হয়ে পড়েছেন উপজেলাবাসী। উত্তুরে হিমেল হাওয়ার সঙ্গে রাত থেকে সকাল ১০টা পর্যন্ত বৃষ্টির মতো শিশির ঝরেছে। দুপুর সাড়ে ১২টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় সূর্যের দেখা মেলেনি।

শুক্রবার (১২ জানুয়ারি) পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস একে মৃদু শৈত্যপ্রবাহ বলেছে।

এদিকে দিন-রাতের তাপমাত্রা প্রায় কাছাকাছি ছিল। এ জন্য ঠাণ্ডা বেশি অনুভূত হচ্ছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে উপজেলাবাসী। এই শীতে জীবিকার অন্বেষণে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে শ্রমজীবী ও নিম্ন-আয়ের লোকজন।

সরেজমিনে দেখা গেছে, ঈশ্বরদী বাজারে রেলওয়ে সুপার মার্কেট গরম পোশাকের দোকানে ভিড় করছে ক্রেতারা। পাশাপাশি বাজারের বিভিন্ন শপিং মল ও বিপণী বিতানেও এসব পোশাক বিক্রি বেড়েছে।