// ওসমান গনি, বেড়া, পাবনা ঃ
কয়েকদিন ধরে হাড় কাঁপানো শীত শৈত প্রবাহ বিরাজ করায় বেড়া উপজেলায় জনজীবন ও ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। তীব্র শীত ও কনকনে হিমেল হাওয়ার পাশাপাশি রাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকার কারণে মানুষজন ঘর থেকে বের হতে পারছে না। বিশেষ করে শ্রমিক শ্রেণির দিন মজুর মানুষ কাজকর্মে যেতে না পেরে অনেকেই পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। এদিকে প্রচ- শীতে মানুষের পাশাপাশি গৃহপালিত পশু নিয়ে খামারিরা পড়েছেন চরম বিপাকে। শীতে উপজেলার বিভিন্ন স্থানে ঋগউ জ¦রা বা ক্ষুরা ও ঐঝ হেমোরেজিক সেপ্টোসেমিয়া বা গলাফোলা রোগে আক্রান্ত হয়ে কৈটোলা ও পৌরসভার বৃশালিখা গ্রামসহ বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত গবাদি পশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে বেড়া উপজেলার প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, উপজেলার কিছু কিছু এলাকায় গবাদি পশুর জ¦রা বা ক্ষুরা রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার খবর পাওয়া গেছে । বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবির বলেন, শীত ও কুয়াশায় এখন পর্যন্ত উপজেলায় ফসলাদির কোন ক্ষয়-ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। তবে কুয়াশা ও শীতে ফসলাদির ক্ষেতে বিভিন্ন রোগ-বালাই দেখা দিতে পারে এজন্য কৃষকদেরকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বেড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোরশেদুল ইসলাম বলেন, ডিসেম্বর থেকে এ পর্যন্ত ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের শীতার্তদের মধ্যে ৩ হাজার ৫শ শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। এরই মধ্যে আরো ১ হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে। যা কয়েকদিনের মধ্যে সকল ইউনিয়নের শীতার্তদের মধ্যে বিতরণ করা হবে বলে তিনি জানান।