// স্টাফ রিপোর্টার :: ২০২২ সালে মাহাসারাখাম বিশ্ববিদ্যালয় (Mahasarakham University, Thailand), থাইল্যান্ড থেকে একমাত্র বাংলাদেশী ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট (ইংরেজি প্রোগ্রাম) প্রথম শ্রেণির সম্মান (স্বর্ণপদক) লাভ করেছেন স্বাধীন বড়ুয়া নিশু। মাহাসারাখাম বিশ্ববিদ্যালয় (ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট) কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে ১৮ ডিসেম্বর-২০২৩ ইংরেজি তারিখ স্বাধীন বড়ুয়া নিশুর এসফলতার কথ ঘোষণা করেন। স্বাধীন বড়ুয়া নিশু ২০১৫ সালে রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পাশ করে। ২০১২ সালে ঢাকা কমার্স কলেজকে বাংলাদেশের সেরা বেসরকারী কলেজ হিসাবে ভূষিত এ কলেজ থেকে ২০১৭ সালে ঢাকা কমার্স কলেজ (ডিসিসি) থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে, স্বাধীন বাংলাদেশে অবস্থিত ব্রিটিশ কাউন্সিল থেকে আইএলটিএস পাশ করে রাষ্ট্রিয় নিময় অনুসরণ করে থাইল্যান্ডের মাহাসারাখাম বিশ্ববিদ্যালয়ে একমাত্র বাংলাদেশী ছাত্র ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট (ইংরেজি প্রোগ্রাম) স্বাধীন বড়ুয়া নিশু অধ্যয়ন করে। স্বাধীন বড়ুয়া নিশু ৪ বছর ধরে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামুলক স্নাতক অধ্যয়ন শেষে আনুষ্ঠানিক ভাবে ১৮ ডিসেম্বর-২০২৩ তারিখে থাইল্যান্ডের মাহাসারাখাম বিশ্ববিদ্যালয় (৩ টি কলেজ), ১৬টি অনুষদ (ফ্যাকাল্টি), বিশ্ববিদ্যালয়ের মোট ৪৮ হাজার ছাত্র-ছাত্রীর মধ্যে ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট অনুষদ এর ৪ হাজার জন ছাত্র-ছাত্রীর মধ্যে থেকে একমাত্র বাংলাদেশী ছাত্র ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট (ইংরেজি প্রোগ্রাম) প্রথম শ্রেণির সম্মান (স্বর্ণপদক) লাভ করে। সব কিছু ঠিক থাকলে স্বাধীন বড়ুয়া নিশু চলিত সেশনে ইউরোপীয় ইউনিয়ন ভূক্তদেশে ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট ইংরেজি প্রোগ্রাম স্নাতকোত্তর অধ্যয়ন করার আশা ব্যক্ত করেন। মাহাসারাখাম বিশ্ববিদ্যালয়, থাইল্যান্ড থেকে একমাত্র বাংলাদেশী ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট (ইংরেজি প্রোগ্রাম) প্রথম শ্রেণির সম্মান (স্বর্ণপদক) লাভ করায় রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা কমার্স কলেজ ও মাহাসারাখাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তারসহপাঠিরা স্বাধীন বড়ুয়া নিশুকে অভিনন্দন জানিয়েছেন। মাহাসারাখাম বিশ্ববিদ্যালয়, থাইল্যান্ড থেকে একমাত্র বাংলাদেশী ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট (ইংরেজি প্রোগ্রাম) প্রথম শ্রেণির সম্মান (স্বর্ণপদক) লাভ করা স্বাধীন বড়ুয়া নিশু রাঙামাটি পার্বত্য জেলার কৃতি সন্তান ও প্রথম শ্রেণীর ফুটবল খেলোয়াড়। স্বাধীন বড়ুয়া নিশুরা ২ ভাই ও তাদের ছোট ২ বোন, স্বাধীন ভাইদের মধ্যে ২য়। স্বাধীন বড়ুয়া নিশুর পিতা বাংলাদেশে একমাত্র বৌদ্ধ জাতির মধ্যে বাংলাদেশ জুডো ফেডারেশন. কদোকান ইনষ্টিটিউট, জাপান (ডিপ্লোমা ইন জুডো) , আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি (International Olympic Committee),জুডো ইউনিয়ন অফ এশিয়া (Judo Union of Asia) আন্তর্জাতিক জুডো প্রশিক্ষক,রেফারী, রাঙামাটি জুডো ও কারাতে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা জুডোকা, পার্বত্য চট্টগ্রাম থেকে প্রকাশিত প্রথম জাতীয় অনলাইন সিএইচটি মিডিয়ার মূখ্য সম্পাদক নির্মল বড়ুয়া মিলন এবং নিশুর মাতা রাঙামাটি জেনারেল হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্স শুভ্রা রানী বড়ুয়া। মাহাসারাখাম বিশ্ববিদ্যালয়, থাইল্যান্ড থেকে একমাত্র বাংলাদেশী ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট (ইংরেজি প্রোগ্রাম) প্রথম শ্রেণির সম্মান (স্বর্ণপদক) লাভ করায় স্বাধীন বড়ুয়া নিশুর পিতা নির্মল বড়ুয়া মিলন ও মাতা শুভ্রা রানী বড়ুয়া তাদের পুত্রের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট সন্তুষ্টি প্রকাশ করে সকলের কাছে দোয়া/আশির্বাদ কামনা করেছেন।