নাটোরে চারটি আসনে ৫৬৬ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু

// নাটোর প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরে চারটি সংসদীয় আসনে ৫৬৬ ভোটকেন্দ্রে একযোগে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার(৭ জানুয়ারী) নাটোরের চারটি আসনে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ভোট গ্রহণ চলবে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরে চারটি সংসদীয় আসন রয়েছে। চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ৫৯ হাজার ৭৮৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৭ লাখ ২৯ হাজার ৫৪৮ জন এবং নারী ভোটার সংখ্যা ৭ লাখ ৩০ হাজার ২২৬ জন এবং হিজড়া ভোটার ১০ জন রয়েছে। এসব আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৩২ জন প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে ১২৫টি ভোটকেন্দ্রে ৩ লাখ ৪৮ হাজার ৮৮৬ জন ভোটার রয়েছে। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৫৩৭ জন, নারী ভোটার ১ লাখ ৭৪ হাজার ৩৪৮ জন এবং এ আসনে একজন মাত্র হিজড়া ভোটার রয়েছে।

নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে ১৫৬টি ভোটকেন্দ্রে ৩ লাখ ৮৩ হাজার ২৭৮ জন ভোটার রয়েছে। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯০ হাজার ৯০০ জন, নারী ভোটার ১ লাখ ৯২ হাজার ৩৭২ জন এবং ৬ জন হিজড়া ভোটার রয়েছে।

নাটোর-৩ (সিংড়া) আসনে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন। ১১৮টি ভোটকেন্দ্রে৩ লাখ ৭ হাজার ৮৮২ জন ভোটার রয়েছে। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৪ হাজার ৯০২ জন, নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ৯৭৮ জন এবং ২ জন হিজড়া ভোটার রয়েছে।

নাটোর-৪ (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) আসনে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে ১৬৭টি ভোটকেন্দ্রে ৪ লাখ ১৯ হাজার ৭৩৮ জন ভোটার রয়েছে। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ২০৯ জন, নারী ভোটার ২ লাখ ১০ হাজার ৫২৮ জন এবং একজন হিজড়া ভোটার রয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নাটোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিনা সাত্তার বলেন, নাটোরে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। জেলায় ১৫ প্লাটুন বিজিবি ও ৭ প্লাটুন সেনাবাহিনীর সদস্য মোতায়ন রয়েছে।