মৌলভীবাজারে প্রতিপক্ষের হামলায় আহত মতিউর হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন

// মৌলভীবাজার প্রতিনিধি ঃ মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের গোমড়া এলাকায় পূর্ব বিরুদের জের ধরে প্রকিপক্ষের এলোপাথারী মারধর এর ঘটনায় রক্তাক্ত আহত মতিউর রহমান (২৪)-এর অবস্থা আংকাজনক। আজ ৩১ ডিসেম্বর এ রির্পোট লেখা পর্যন্ত মুমূর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এলোপাথারী মারধর এর ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় ভুক্তভোগীর‘র পিতা জরিপ মিয়া বাদী হয়ে একই এলাকার প্রতিবেশী মৃতঃ কাজী আব্দুল হাদি এর পুত্র কাজী রায়হান মিয়া (৩০), কাজী হাসান (৩৫), শরিফা বেগম (৩৮), মৃতঃ কাজী আব্দুল হাদি এর স্ত্রী সৈয়দা বেগম (৫৫), মামুন মিয়া (৫০), কুতুব মিয়ার পুত্র আলমঙ্গীর মিয়া (৩৫), বাচ্চু মিয়ার পুত্র শামিম মিয়া(৩০)-কে আসামী করে অভিযোগ দায়ের করেছেন।মৌলভীবাজার মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিবরণে জানা গেছে- গত ২৭ ডিসেম্বর সন্ধা অনুমান সাড়ে ৭টার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ী ফেরার পথে পূর্ব পরিকল্পনা অনুযায়ী গোমড়া সাকিনের জনৈক মাওলানা হোসেন আহমদ এর বসত বাড়ীর সামনের কাচা রাস্তার উপর উল্লেখিত লোকজন মতিউর এর গতিরোধ করতঃ তাদের হাতে থাকা লেঅহার রড,ছুরি, কাঠের রুল, লাঠি সোটাসহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। তাদের হামলায় শরীরের বিভিন্ন স্থানে হাড়ভাঙ্গা জখম হয়। স্থানীয় লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ও পরবর্তীতে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।