// নাটোর প্রতিনিধি
নাটোর-৩ (সিংড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের কর্মী-সমর্থকদের হুমকি ও প্রচার মাইক বন্ধ এবং ঈগল প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগে নৌকা প্রতীকের ১১ কর্মীকে শোকজ করা হয়েছে। গতকাল শুক্রবার আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও পাবনার সহকারী জজ মোস্তফা কামাল শোকজ করেন তাদের।
১১ জনকে আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধান কমিটিতে সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে লিখিত বক্তব্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত সবাই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কর্মী বলে জানা গেছে।
জানা গেছে, গত ২৫ ডিসেম্বর শেরকোল বাজারে ঈগল প্রতীকের মতবিনিময় সভার অস্থায়ী ছামিয়ানা ভেঙে দিয়ে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের কর্মীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ২৬ ডিসেম্বর সোয়াইড় বাজারে ঈগল প্রতীকের মাইকিং বন্ধ করে দিয়ে পোস্টার ছিঁড়ে ফেলেন নৌকা প্রতীকের কর্মীরা।
এ দুই ঘটনায় শেরকোলের কান্দিপাড়ার মজনু ও শরিফ প্রামাণিক এবং শোয়াইড় গ্রামের মুকুল হোসেনসহ ১১ জনের বিরুদ্ধে পৃথক দুটি লিখিত অভিযোগ দেন ঈগল প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট কামরুল হাসান। পরে সরেজমিন তদন্ত করে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।