কুমিল্লা সদর দক্ষিণে লোকজ সংস্কৃতি জাদুঘর পরিদর্শন করেন সরকারের অতিরিক্ত সচিব 

// আজিম উল্যাহ হানিফ:

২৩ ডিসেম্বর  শনিবার বৃক্ষরোপন, জাদুঘর পরিদর্শন, স্পোর্টস একাডেমি উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আরেফিন সিদ্দিক পাঠকুঞ্জ, পাঠাগার আন্দোলন, সদর দক্ষিণ, কুমিল্লায়। এতে কুমিল্লা জেলার যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক মোঃ সামসুজ্জামানের সভাপতিত্বে  এবং যুব সংগঠক, লেখক মোঃ ইমাম হোসাইন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ মোস্তফা কামাল মজুমদার। আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর এর পরিচালক  (অর্থ) আব্দুর রেজ্জাক,  সদর দক্ষিণ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালাহউদ্দিন মাহমুদ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম,  স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন প্রধান, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী কামাল হক, উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মাহবুবুল আলম সুমন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক হেদায়েতুল্লা মজুমদার সাগর, মুমিনুল হক রতন,  মাসুদ সেলিম, মোরশেদ,  উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হালিম,  ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন,  ইউনিয়ন পরিষদের সদস্য আলেয়া বেগম,  ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমান আরা বেগম, উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি মঞ্জু,  উপজেলা ছাত্র লীগের সদস্য ও পাঠাগার উদ্যোক্তা বশির আহম্মেদ, সহ উপস্থাপিকা ফারজানা আক্তার স্বর্ণা, যুব উন্নয়ন অধিদপ্তর স্টাফ সুমন খান, নজরুল ইসলাম প্রমুখ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে তিনটি স্মারক বৃক্ষরোপন করেন অতিথিবৃন্দ। তারপর পাঠাগারের শিশুরা সকল অতিথিদের ফুল দিয়ে বরণ করেন। তারপর অতিথিবৃন্দ সকলে লোকজ ঐতিহ্য জাদুঘর ও পাঠাগার পরিদর্শন করেন। তারপর আলোচনা সভা শুরু হয়। শুরুতে অনুর্ধ্ব ১৯ টিম কে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। তারপর ফিতা কেঁটে শিরোপা স্পোর্টস একাডেমি উদ্বোধন করেন প্রধান অতিথি।  তারপর আগতদের উদ্দেশ্যে আলোচনা শুরু হয়। আলোচনা সভা শেষে চারজন যুব সংগঠক কে সফল আত্মকর্মী হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন বশির আহম্মেদ, ফারজানা আক্তার স্বর্ণা, সাইফুল ইসলাম চৌধুরী ও লাভলী আক্তার।