// বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে দিনের বেলায় প্রবাসীর বাড়িতে দেয়াল টপকে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এতে ৫ ভরি ওজনের সোনার গহণা ও নগদ ১৫ হাজার টাকা খোয়া গেছে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দাইড়পাড়া গ্রামে সৌদি প্রবাসী লুৎফর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। লুৎফর রহমান ওই গ্রামের সাবেক ইউপি সদস্য এছারউদ্দিনের ছেলে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, লুৎফর রহমান ছুটিতে দেশে এসে লক্ষ্মীকোল বাজারের পাশে একটি নতুন বাড়ি নির্মাণ করছেন। মঙ্গলবার তার স্ত্রী ও মেয়ে আতœীয় বাড়িতে বেড়াতে যান। দুপুর ১২ টার দিকে তিনি বাড়িতে তালা দিয়ে নির্মাণাধীন বাড়ির কাজ তদারকির জন্য যান। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে সংঘবদ্ধ চোরেরা সীমানা প্রাচীরের দেয়াল টপকে তালা কেটে ঘরে ঢুকে। পরে তারা আলমারীতে রাখা দুটি সোনার মালা, দুই জোড়া কানের দুল, তিনটি আংটি ও এক জোড়া পায়ের তোরা ও নগদ ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া সোনার গহণার ওজন কমপক্ষে ৫ ভরি হবে বলে জানা গেছে।
বড়াইগ্রাম থানার ওসি শফিউল আযম খান বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।