// নাটোর প্রতিনিধি
নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী শফিকুল ইসলামের শিমুলের কর্মীকর্মী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ স¤পাদক রিয়াজুল ইসলামকে আচরণবিধি ভঙ্গের অভিযোগে চিঠি দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। আজ সোমবার সকালে লিখিত এই নির্দেশনা দেন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও নাটোরের সহকারী জজ মোসা. শারমিন খাতুন। জানা যায়, রিয়াজুল ইসলাম ১৬ ডিসেম্বর সদর উপজেলার হালসা ইউনিয়নে একটি নির্বাচনী সভায় নৌকার প্রার্থী শফিকুল ইসলামের সমর্থক হিসেবে বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেছেন, যাঁরা শফিকুল ইসলামকে ভোট দেবেন না, তাঁরা যেন ভোটকেন্দ্রে উপস্থিত না হন। একই সময় তিনি স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকারকে প্রার্থিতা প্রত্যাহার করে নিতে বলেন। রিয়াজুল তাঁর বক্তব্যে আরও বলেন, কেউ নৌকার বিরুদ্ধে কাজ করলে এমন জায়গায় মারব, কাউকে দেখাতে পারবেন না।এ ছাড়া যিনি বা যাঁরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে এজেন্ট দেবেন, তাঁর বা তাঁদের পরিবারের কোনো ক্ষতি হলেও দায় নেবেন না। এই বক্তব্য তাঁর নিজের ফেসবুক থেকে শেয়ার করা হয়। এ ছাড়া তাঁর দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এসব কার্যক্রম নির্বাচনী আচরণবিধির ১১ (ক) ও ১২ ধারা লঙ্ঘনের শামিল। বিষয়টি নির্বাচন অনুসন্ধান কমিটির নজরে এলে আজ রিয়াজুলকে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা দিতে তাঁকে সশরীরে হাজির হতে বলা হয়েছে। নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম জানান, রিয়াজুল ইসলাম নোটিশ পেয়েছেন। নির্ধারিত সময়ে তিনি ব্যাখ্যা দেবেন। ব্যাখ্যায় সবকিছু পরিষ্কার হবে। চিঠিতে রিয়াজুল ইসলামকে কাল মঙ্গলবার সকাল ১০টার সময় সশরীর কমিটির সামনে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।