অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর বিজয় দিবস উদযাপিত

// পাবনা প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় আনন্দঘন পরিবেশে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন করেছে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী।

শনিবার সকালে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর আয়োজনে সকালে রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্ত্বরে পুষ্পার্ঘ অর্পণ, রচনা, কবিতা, চিত্রাংকন প্রতিযোগীতা, পুরুস্কার বিতরণ, আলোচনা সভা,দোয়া মাহফিল সহ নানা কর্মসুচী পালিত হয়।
এ সব কর্মসুচীতে অংশ গ্রহন করেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা চেম্বার্স অব কর্মাাসের সহ সভাপতি আলী মতুর্জা বিশ^াস সনি, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর লাইব্রেরীয়ান আহসানুল আলম বকুল প্রমূখ।
আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিকল্পিতভাবে বাঙ্গালী জাতিকে মেধা শুন্য করার জন্য পাবনায় অনেক বুদ্ধিজীবিকে হত্যা করা হয়েছে। ডা, ফজলে রাব্বী, ডা. অমলেন্দ্র দাক্ষী, আবু সাঈদ তালুকদার, জেলা স্কুলের হেড মাওলানা কছিমুদ্দন, এ্যাড. আমিনুদ্দিন, এডওয়ার্ড কলেজের শিক্ষক আনোয়ারসহ অনেক বুদ্ধিজীবিকে হত্যা করা হয়েছে। এদেরকে যথাযথ মুল্যায়ন করতে হবে। ১৯৭১ সালে যুদ্ধের প্রথমেই পাবনা জেলা ১৩ দিন শত্রুমুক্ত ছিল যা ঐতিহাসিক ঘটনা। মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।