বেড়ায় শীতজনিত রোগ বাড়ছে

// ওসমান গণি, বেড়া, পাবনা ঃ
গত সপ্তাহে সারা দেশে বৃষ্টিপাত হওয়ার পর থেকেই তাপমাত্রা কমতে শুরু করেছে। তাপমাত্রা কমতে থাকায় পাবনার বেড়া উপজেলায় শীত জেকে বসেছে। হাঁড় কাঁপানো শীতের পাশা-পাশি ঘন কুয়াশা পড়তে শুরু করেছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে উপজেলার চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকা সমূহের মানুষ ও নদী ভাঙ্গা ছিন্নমূল পরিবারের লোকজন শীতে বেশি কষ্ট পাচ্ছে। এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে উপজেলার প্রায় সব এলাকায় মানুষের মধ্যে ঠান্ডা-জ¦র, সর্দি-কাশি, নিউমোনিয়াসহ শীত জনিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ বিভিন্ন উপস্বাস্থ্যকেন্দ্র ও ওষুধের দোকান গুলোতে এ সংক্রান্ত রোগিদের ভিড় দেখা যাচ্ছে। ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের অধিকাংশই বৃদ্ধ ও শিশু বেশি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।