// সঞ্জু রায়, বগুড়া:
নারীর প্রতি সহিংসতা বন্ধে ‘কোন অযুহাত নয়’ শীর্ষক বগুড়ায় শিশু ও যুব নেতৃবৃন্দদের অংশগ্রহণে ডায়লগ সেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সরকারি আজিজুল হক কলেজে সচেতনততামূলক এই ক্যাম্পেইন এর আয়োজন করে ইয়েস বাংলাদেশ।
ইয়েস বাংলাদেশ বগুড়ার সংগঠক সঞ্জু রায়ের সার্বিক পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক খোন্দকার কামাল হাসান। প্লান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ও এনসিটিএফ বগুড়ার সভাপতি শাহরিয়ার নাফিজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক চাঁদনী বাজারের প্রকাশক ও সম্পাদক সুমনা রায় এবং বগুড়া সদর থানার নারী ও শিশু হেল্প ডেস্ক কর্মকর্তা এসআই জেবুন্নেসা। প্রধান অতিথিসহ বক্তারা তাদের বক্তব্যে বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি। শিশুদের ছোট থেকে শিক্ষা দিতে হবে ভালো ও খারাপ স্পর্শ সম্পর্কে, তাদের জানাতে হবে তাদের অধিকার সম্পর্কে। বর্তমান সমাজে নারীদের প্রতি শারীরিক নির্যাতন নয় আশংকাজনক হারে বেড়েছে মানসিক নির্যাতনের পরিমাণ যা বন্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়াও কেউ যদি সাইবার বুলিং এর শিকার হয় তাহলে তিনি যেন তৎক্ষণাৎ আইনগত সহায়তা নেয় সে বিষয়ে সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সভায় সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস কে নারী ও শিশু বান্ধব করার প্রতিশ্রুতি দেন প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামাল হাসান। এছাড়াও বগুড়া সহ দেশব্যাপী এনসিটিএফ ও ইয়েস বাংলাদেশের চলমান কার্যক্রমের প্রশংসা করেন বক্তারা। ইয়েস বাংলাদেশ বগুড়ার সদস্য হাবিবা নাসরিনের ব্যবস্থাপনায় সবাই শিশু ও যুব নেতৃবৃন্দদের মাঝে বক্তব্য রাখেন এনসিটিএফ বগুড়ার সাধারণ সম্পাদক মালিহা ইসলাম, শিশু সাংসদ মিরাব্বী হাসান সিয়াম এবং ইয়ুথ লিডার পুষ্পা খাতুন। এসময় উপস্থিত ছিলেন এনসিটিএফ ও ইয়েস বাংলাদেশের নেতৃবৃন্দ যথাক্রমে জায়মা আলম মারিয়াম, তাহবিবা তাবাচ্ছুম, সাকিব খান, আলিফ হাসান, রোকনুল ইসলাম, মেহেরুন্নেছা লামাইয়া, সওদা সাঈদ, মৌমিতা আক্তার, মো: রনি, হাসান আলী প্রমুখ।