// বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
ইউএনও আবু রাসেলের সভাপতিত্বে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রধান অতিথি হিসাবে শিশুদের ভিটামিন খাইয়ে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খুরশীদ আলম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ডলি রাণী, মেডিকেল অফিসার ডা. মোক্তার হোসেন এবং মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) রাজিব সরকার উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খুরশীদ আলম জানান, উপজেলায় এবারের ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী তিন হাজার ৪৯১’ শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৩৪ হাজার ৮৪৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হয়েছে। উপজেলা হাসপাতালসহ মোট ১৬৯টি কেন্দ্রে ৩৩৮ জন স্বেচ্ছাসেবক কাজ করেছেন। সবগুলো কেন্দ্রে একযোগে এই ক্যাপসুল খাওয়ানো হয়েছে বলে তিনি জানান।