সাঁথিয়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

// সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ার নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমারীতে “কৃষই সমৃদ্ধ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।  

গতকাল সোমবার বিকালে বোয়াইলমারী মাঠের পাশে বাগানে” আধুনিক প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শির উপর বোরো আমন ধানের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষিঅফিসার সন্জয় কুমার গোস্বামীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা খামারবাড়ির কৃষি অধিদপ্তরের উপপরিচালক ড,  জামাল উদ্দিন, বিষেশ অতিথি খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক শস্য রোকনুজ্জান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা উদ্ভিদ  সম্প্রসারন কর্ম কর্তা গোপাল সেন, উপসহকারি কৃষি কর্মকর্তা আঃ মান্নান, রেজাউল করিম, প্রশান্ত কুমার দাস, কৃষক আঃ মান্নান প্রমুখ। সভায় রোপা আমন সহ বর্তমান ফসলের চাষ, পরিচর্জা, রোগ বালাই,  পতিকারসহ বিভিন্ন দিক নির্দেশনা বক্তব্য দেন কৃষি বিভাগের কর্মকর্তাগন। কৃষক মাঠ দিবসে এলাকার শতাধিক কৃষক কৃষানী উপস্থিত ছিলেন।