কলমাকান্দায় জব্দকৃত ভারতীয় কম্বল নিলামে বিক্রি

// কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকা থেকে অবৈধ পথে আসা ৩৫০ পিস ভারতীয় জব্দকৃত কম্বল নিলামে বিক্রি করা হয়েছে। নিলামে সর্বোচ্চ দরদাতা মো. আরিফুল ইসলাম তালেব রোববার বিকেলে কলমাকান্দা থানা হেফাজত থেকে এসব কম্বল বুঝে নেন। কম্বলগুলো কত টাকায় কিনেছেন জানতে চাইলে তিনি অপরকতা প্রকাশ করেন।
এরআগে গত ২৬ নভেম্বর নেত্রকোনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক রিমি সাহার উপস্থিতিতে এ নিলাম ডাক অনুষ্ঠিত হয়।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম জানান, গত আগষ্ট মাসে সীমান্ত এলাকা থেকে ভারতীয় কম্বল ভর্তি একটি ট্রাক উপজেলা সদরের দিকে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের রেন্ট্রিতলা এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ভারতীয় কম্বল জব্দসহ দুইব্যক্তিকে আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। বিজ্ঞ আদালতের নির্দেশে রোববার বিকেলে সবোর্চ্চ দরদাতা মো. আরিফুল ইসলাম তালেবকে জব্দকৃত এসব কম্বল বুঝিয়ে দেওয়া হয়েছে।