রাজশাহীতে বিএনপির মিছিল থেকে ককটেল বিস্ফোরণ,আটক ৩

// নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে বিএনপির মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অটোরিকশাচালক আব্দুল জলিল ও যাত্রী আবুল বাশার নামের দুজন আহত হয়েছেন। এসময় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে রাজশাহী মহানগরীর রেলগেট গৌরহাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটকৃতরা হলেন,শাহাদত, মনির ও মিন্টু। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে নগরীর গৌরহাঙ্গা এলাকায় মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় মিছিলের মধ্য থেকে বিএনপির নেতাকর্মীরা পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজন আহত হন। এতে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করে। এবিষয়ে যোগাযোগ করা হলে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন জানান,নগরীর গৌরহাঙ্গা রেলগেট এলাকায় বিএনপি ঝটিকা মিছিল থেকে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করছিল। এ সময় তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে।জনগণের জানমালের নিরাপত্তা ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।অপরদিকে,রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৯ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এই ককটেল বিস্ফোরণ হয়।তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ঘটনার পর কোর্ট চত্বরে নিরাপত্তা জোরদার ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।#