// হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
নানা কারণে সুন্দরগঞ্জ সমালোচিত এবং আলোচিত। এখানে একটি ঐক্যমত প্রয়োজন। এর আগে অনেক মামলা হামলা হয়েছে। সুন্দরগঞ্জকে নিরাপদ রাখতে এবং রক্ষা করতে জাতীয় পাটি তথা লাঙলের কোন বিকল্প নেই। যে কোন পরিস্থিতিতে জাতীয় পাটি নির্বাচন করতে প্রস্তুত রয়েছে। সুষ্ঠু ভোট হলে এবং পুলিশ নিরপেক্ষ থাকলে লাঙল বিপুল ভোটে এমপি হবে। এর আগে ১১টা ভোটের মধ্যে ৭টিতে লাঙল জয় লাভ করেছে। ৩০ নভেম্বরের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে, সে কারণে মনোনয়ন জমা দিব। পাটির সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন হবে। মঙ্গলবার ঢাকা থেকে সুন্দরগঞ্জে ফিরে দেবী চৌধুরানীতে মা-বাবার কবর জিয়ারত শেষে সাংবাদিকের সাথে মতবিনিময়কালে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের জাতীয় পাটির প্রার্থী বর্তমান সংসদ সদস্য বাংলাদেশের কন্ঠস্বর টকশো ব্যক্তিত্ব জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য, অতিরিক্ত মহাসচিব, সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পাটির সভাপতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী উপরোক্ত কথাগুলো বলেন। পরে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, সাধারণ সম্পাদক আবুল মান্নান মন্ডল, পৌর জাতীয় পাটির সভাপতি ও মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, সাধারণ সম্পাদক জোবাইদুর রহমান চান্দ, পনের ইউনিয়নের জাতীয় পাটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ। এর আগে তিনি রংপুরে জাতীয় পাটির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের কবর জিয়ারত করেন।